



বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হাওড়ার মঙ্গলার হাট।ক্ষতিগ্রস্হ প্রায় এক হাজার দোকান।একুশের মঞ্চ সেরে সোজা মঙ্গলার হাটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্হ এলাকা ঘুরে দেখেন ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।এরকম একটা জনবহুল এলাকায় আগুন লাগায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যা জানা যাচ্ছে, শুক্রবার ভোররাতে মঙ্গলার হাটে আগুন লাগে। স্থানীয় দোকানদারদের অভিযোগ, এই আগুন কেউ ইচ্ছে করে লাগিয়েছে।কি করে আগুন লাগল তা খতিয়ে দেখতে সিআইডি র তদন্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।এছাড়াও ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীদের আর্থিক সাহায্য করা হবে বলে ও জানান।
Report – Anita Das
