![Voice Reader](https://newsunitedindia.com/wp-content/plugins/magic-post-voice/assets/img/play.png)
![Stop Voice Reader](https://newsunitedindia.com/wp-content/plugins/magic-post-voice/assets/img/stop.png)
![Pause](https://newsunitedindia.com/wp-content/plugins/magic-post-voice/assets/img/pause.png)
![Resume](https://newsunitedindia.com/wp-content/plugins/magic-post-voice/assets/img/play.png)
রাজ্যের নাগরিকদের সুবিধার কথা ভেবে এই কয়েক বছরে তৃণমূল সরকার তৈরি করেছে বেশ কিছু প্রকল্প। এবার একুশের মঞ্চ থেকে ঘোষণা করলেন আরও এক নতুন প্রকল্পের যার নাম ‘খেলা হবে’।
শহীদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে বিজেপি সরকারকে সবদিক থেকে তুলোধুনো তো করলেনই, সেই প্রসঙ্গে টেনে আনলেন ১০০ দিনের কাজের কথা। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না।গরীবের টাকা মেরে দিচ্ছে। কিন্তু গরীবদের যাতে কোন কষ্ট না হয় তার জন্য তাদের কাজের ব্যবস্হা করতে চান তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘১০০ দিন না হোক ৪০-৫০ দিন কাজ করাতেই পারি।বাংলার টাকায় ১০০ দিনের কর্মসূচি করার কথা ভাবছি।এর নাম দেব ‘খেলা হবে’।এতে কর্মসৃষ্টি হবে’ ।এই ‘খেলা হবে ‘ প্রকল্পের রূপরেখা কেমন হবে তা স্পষ্ট করে বলেন নি তবে গরীবদের কথা ভেবে যে এই উদ্যোগ নেওয়া হবে তা স্পষ্ট। তৃণমূল সুপ্রিমো জানান রাজ্য সরকারের ফান্ড থেকেই দেওয়া হবে এই কাজের টাকা।খানিকটা যেন আত্মবিশ্বাসের সুরেই ২১ এর মঞ্চে দাঁড়িয়ে ২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় জিতবে বলতে শোনা যায়।
Report – Anita Das
![News United India](https://secure.gravatar.com/avatar/91ff0c319c64d204a7423854710d3f8f?s=96&r=g&d=https://newsunitedindia.com/wp-content/plugins/userswp/assets/images/no_profile.png)