আগুনের লেলিহান শিখায় প্রায় সর্বহারা মঙ্গলাহাটের ব্যবসায়ীরা।মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন,কথা বলেন ও আর্থিক সাহায্যের আশ্বাসও দেন।পোড়া মঙ্গলাহাটের ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে শুকনো মুখে দাঁড়িয়ে আছেন ব্যবসায়ীরা।কেউ কেউ আবার অঝোরে কেঁদে চলেছেন।কেউ বলছেন আগুনে সবকিছু শেষ হয়ে গেল -কি করে সংসার চলবে জানি না।আবার কেউ বলছেন ছেলেমেয়েদের নিয়ে এবার কিভাবে বাঁচব জানি না। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটা তালিকা তৈরির কাজ চালু হয়েছে। তবে ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তারা ঋণ চান না কারণ ঋণ পরিশোধ করা সম্ভব নয়। এই অবস্থায় সরকারি অনুদান পেলে তবেই সপরিবারে বাঁচতে পারবেন। ব্যবসায়ীদের অভিযোগ পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে। তবে আগুন কিভাবে লেগেছিল তা তদন্ত করতে আসেন ফরেন্সিক বিশেষজ্ঞের দল।জেলা প্রশাসনের এক কর্তা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবেদন গুরুত্ব দিয়ে দেখছি।’
Report – Anita Das