



কেন্দ্রের তৎপরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে শহরের মেট্রো প্রকল্পের কাজের গতিও।জোকা -এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের শেষ পর্বের নির্মাণের পুরোটাই সুরঙ্গপথ।পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড নতুন মেট্রোর ভূগর্ভস্থ স্টেশন তৈরির জন্য প্রয়োজন বেশ খানিকটা জমির। আর এজন্যই ময়দান এলাকার পাঁচটি ক্লাবকেও সরিয়ে নিয়ে যেতে হবে।এছাড়া সরিয়ে নিয়ে যাওয়া হবে বিধান মার্কেটকেও।ক্যালকাটা পুলিশ ক্লাব,ক্যালকাটা কেনেল’স ক্লাব,রাজস্থান ক্লাব,খিদিরপুর স্পোর্টিং ক্লাব ও কালীঘাট ক্লাবের খেলার মাঠ মেট্রোর নির্মাণ কাজ চলাকালীন ক্ষতিগ্রস্ত হবে। পরিবহন সচিবের সঙ্গে মেট্রোর নির্মাণ সংস্থার কর্তাদের যে বৈঠক হয় সেখানে সব ক্লাবের প্রতিনিধিরা ও উপস্থিত ছিলেন। নির্মাণ পর্ব শেষ হলে ময়দানের চেহারা আগের অবস্থায় ফিরে আসবে এমন আশ্বাস ও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
Report – Anita Das
