News United India

বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি নক্ষত্র মহানায়কের প্রয়াণ দিবস

২৪শে জুলাই -অরুন কুমার চট্টোপাধ্যায় ওরফে উত্তম কুমার এর প্রয়াণ দিবস। দীর্ঘ ৪৩ বছর পার হয়ে গেলে ও যাঁর মৃত্যুদিন বাঙালিকে ব্যথিত করে। হয়তো ওনার মৃত্যুই হয়নি আপামর বাঙালির মনে।অরুন কুমার থেকে মহানায়ক হয়ে ওঠার পথটা নিতান্তই সহজ ছিল না।অনেক বন্ধুর পথ পার হয়ে তবেই দেখেছিলেন সাফল্যের মুখ।তবে যত বড়ো মাপের অভিনেতাই হোন না কেন অভিনয় জীবনে নবাগত বা নবাগতাদের সাহায্য করেছেন কোন স্টারডাম ছাড়াই,অবলীলায়। কখনও কারোকে বুঝতেই দেননি তিনি ঠিক কতটা জনপ্রিয়। আর তাই সকলেই একবাক্যে স্বীকার করেন মহানায়ক একজনই সে অভিনয়ে হোক বা ব্যবহারে।রুপালি পর্দার বিখ্যাত জুটি উত্তম -সুচিত্রা। আর এই জুটির ক্যারিশ্মা থেকে আজও বেরিয়ে আসতে পারেনি বাঙালি। এই জুটির বিখ্যাত গান “এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো”——সত্যি এই গানের মতো করেই সমগ্র বাঙালির চাওয়া যদি কোনদিনই এই অভিনেতার চলার পথটা শেষ না হতো…..।মন খারাপের ২৪ শে জুলাই।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories