



নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক বছর হয়ে গেল প্রেসিডেন্সি জেলেই দিন কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের।২০২২ এর ২৩ শে জুলাই তাঁর নাকতলার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছিল ইডি।গত এক বছর ধরে বারবার জামিনের আবেদন জানিয়ে ও কোন লাভ হয়নি।যে কোন শর্তে সেই আবেদন খারিজ করেছে আদালত।এদিন আলিপুর কোর্টে নিয়ে যাওয়ার সময় তিনি জানান বিনা বিচারে একবছর ধরে জেলে রয়েছেন। ইডির তদন্তে উঠে আসছে এটি বৃহত্তর ষড়যন্ত্র -সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জানান – ‘কে কি বলল তাতে আমাদের কিছু এসে গেল না।শুধু এটুকু বুঝেছি আমাকে জোর করে এখানে আটকে রাখা হয়েছে। ‘
Report – Anita Das
