দীর্ঘদিন ধরে অশান্ত মণিপুর। ঘটেছে একের পর এক অমানবিক, নৃশংস ও বর্বর ঘটনা। দুই মহিলাকে বিবস্ত্র অবস্থায় রাস্তায় হাঁটানোর মতো ঘটনাও ঘটেছে।দীর্ঘদিন ধরে চলা এইসব বর্বরতা ও অমানবিক গনহত্যার জন্য মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন অনেকেই। বিজেপি শাসিত মণিপুরের অশান্তির শেষ যেন হয় এইজন্য সোমবার অর্থাৎ আজ হাজরা মোড় থেকে রবীন্দ্রসদন পর্যন্ত একটি প্রতিবাদী পদযাত্রার আয়োজন করেছিল রাজ্য তৃণমূল জয়হিন্দ বাহিনী। পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, সন্দীপ রঞ্জন বক্সী ও রাসবিহারী বিধানসভার বিধায়ক দেবাশীষ কুমার এবং আরও অনেকে।জাতীয় সংগীত জনগণমন’ গেয়ে যাত্রা শুরু হয়।