প্রায় প্রতিবছরই ঘুরে ফিরে সেই একই আতঙ্ক -ডেঙ্গু। মশা বাহিত রোগের আক্রমণের হাত থেকে রেহাই মিলছে না।ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে দক্ষিণ দমদমে।গত বছরও দক্ষিণ দমদমে প্রায় পাঁচশো মানুষ আক্রান্ত হয়েছিলেন।মৃত্যুর ঘটনা ও বাদ যায়নি। যদিও পুরসভার দাবি মশা নিয়ন্ত্রণে ও মশাবাহিত রোগ প্রতিরোধে জোরকদমে কাজ চলছে। কিন্তু তারপরও কি করে মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত হচ্ছে? সূত্রের খবর, কিছুদিন আগে পর্যন্ত নির্দিষ্ট এলাকা থেকে আক্রান্তের খবর মিললেও বর্তমানে একাধিক ওয়ার্ড থেকেই সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। এদিকে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। অভিযোগ,মশা নিয়ন্ত্রণে গতানুগতিক কাজ ছাড়া তেমন তৎপরতা চোখে পড়ছে না।যদিও বাসিন্দাদের অভিযোগ মানতে চাইছেন না পুর কর্তৃপক্ষ।
Report – Anita Das