এবার পথ দুর্ঘটনার শিকার এক মহিলা সহ দুজন।নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে সামনের একটি ফুলের দোকানে ধাক্কা মারে একটি টুরিস্ট বাস।ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরের 3A বাসস্ট্যান্ডে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ফুলের দোকানে থাকা এক মহিলা ফুল বিক্রেতা।পাশাপাশি আহত হয়েছেন আরও এক পথচারী। আহতদের নিয়ে যাওয়া হয়েছে বিদ্যাসাগর হাসপাতালে। স্হানীয় সূত্রে জানা যাচ্ছে, বাসের ড্রাইভারের বয়স ১৫ বছরের কাছাকাছি। এত কম বয়সে বাসের স্টিয়ারিং ধরার অনুমতি কি করে পেল তাই নিয়ে উঠছে প্রশ্ন। আপাতত বাসটিকে আটক করেছে পুলিশ।
Report – Anita Das