কলকাতায় ডুরান্ড কাপের অভিনব উদ্বোধন হল মঙ্গলবার বিকেলে।কলকাতার সবচেয়ে উঁচু বহুতল (৬৫তলা) থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপ দিলেন দুই সেনাকর্তা।ময়দান সংলগ্ন বহুতলের ৬৫তলা থেকে প্রথমে ঝাঁপ দেন সেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কমল সিংহ ওবের।তিনি সরাসরি ময়দানে গিয়ে নামেন।তার কিছুক্ষণ পর একই জায়গা থেকে ঝাঁপ দেন সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল সত্যেন্দ্র বর্মা। পরে সেখানে এসে উপস্থিত হন সেনার অন্যান্য আধিকারিকরা।এই বেস জাম্প এর পরিকল্পনা অনেক আগে থেকেই করেছিলেন এই দুই অবসরপ্রাপ্ত সেনাকর্তা।
Report – Anita Das