News United India

স্বাবলম্বী ভারত অভিযানের অধীনে ‘রোজার সৃজন কেন্দ্র’

২০২৩ এর ২২শে জুলাই স্বাবলম্বী ভারত অভিযানের অধীনে কলকাতা মহানগরের জন্য ‘রোজার সৃজন কেন্দ্র’ নামে একটি সামাজিক কর্মসংস্থান এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল বেহালার ২০২ ডায়মন্ড হারবার রোডে যেটির মূল উদ্দেশ্য বেকারত্ব সমস্যার সমাধান করা।
দেশের প্রায় ৮০শতাংশ মানুষের কর্মসংস্থানের উৎস কৃষি, ক্ষুদ্র কুটির শিল্প এবং কিছু স্ব-নিয়োজিত।দেশের জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশই চাকরিপ্রার্থী।কোটি কোটি যুবক যুবতীদের মধ্যে বাড়ছে বেকারত্বের সমস্যা। এই রোজার সৃজন কেন্দ্রের উদ্দেশ্য হল এই সমস্যা সমাধানের জন্য উপদেশ প্রদান করা,সচেতনতা বাড়ানো ও বেকারত্ব বৃদ্ধি মোকাবিলা করা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈশাল ডালমিয়া,অন্নশংকর পানিগ্রাহী,ডাঃধনপত রাম আগওয়ার্ত।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories