চলতি বছর রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে একাধিক জায়গায় গোলমাল ছড়ায় বলে অভিযোগ ওঠে। এবার রাজ্যসরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ NIA। রামনবমী তে অশান্তি মামলায় যথাযথ তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলছে NIA। কলকাতা হাইকোর্টের নির্দেশে রামনবমীর হিংসার ঘটনার তদন্তভার হাতে নিয়েছে NIA কিন্তু অভিযোগ রাজ্য কোনভাবেই সাহায্য করছে না। রামনবমীর মিছিল ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল হয়ে উঠেছিল বেশ কিছু জায়গা। এই ঘটনায় জনস্বার্থ মামলা করে বিজেপি। এই ঘটনার তদন্তভার NIA র হাতে দেয় আদালত। এই মামলা সংক্রান্ত যাবতীয় নথি ও হস্তান্তরিত করতে হবে বলে নির্দেশ দেওয়া হলে প্রধান বিচারপতির এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। NIA র তদন্তের উপর স্থগিতাদেশ চেয়ে রাজ্যের তরফে যে আর্জি জানানো হয়েছিল শীর্ষ আদালত তা খারিজ করে দেয়। কাজেই NIA র তদন্তের পথে নেই কোন বাধা। কিন্তু NIA র অভিযোগ কোন নথি তাদের কে দেওয়া হচ্ছে না। কোনরকম সহযোগিতা মিলছে না রাজ্যসরকার থেকে।
Report – Anita Das