News United India

খোসলা ইলেকট্রনিক্স তার ল্যান্সডাউন আউটলেটের ৯তম বার্ষিকীতে লঞ্চ করল KGA 4K SMART TV

২৮ শে জুলাই ভারতের বৃহত্তম বিশিষ্ট ইলেকট্রনিক্স খুচরা বিক্রেতা খোসলা ইলেকট্রনিক্স উৎযাপন করল তার ল্যান্সডাউন আউটলেটের ৯ তম(নবম) বার্ষিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী অপরাজিতা আঢ্য,মধুমিতা সরকার ও টলি অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানের মাধ্যমে অভিনেতা চিনি২’ ছবির প্রচার ও করেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসেস খুসবু খোসলা গুপ্ত,প্রেরণা খোসলা গুপ্ত, কেজিএ-র প্রতিষ্ঠাতা মি: অভিনব গুপ্ত। মিডিয়ার কাছে মিসেস খোসলা গুপ্ত জানান, গ্রাহকদের কাছে ব্যাপকভাবে পৌঁছানো ও তাদের প্রয়োজনীয়তা বোঝা ওনাদের মূল লক্ষ্য।গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয়তা বুঝেই পণ্য তৈরি করা হয় বলেও জানান। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জুড়ে খোসলা ইলেকট্রনিক্স ৬১ টিরও বেশি স্টোরে ২০০টির বেশি ব্র্যান্ডের ১০,০০০ টিরও বেশি পণ্য বহন করে। ইনডাকশন,টোস্টার, মিক্সার গ্রাইন্ডার,আয়রন, স্যান্ডউইচ মেকার,এলইডি টিভি, ব্লুটুথ ইয়ারবাড,হেয়ার ড্রায়ার, স্টেইনলেস বোতল সহ অনেক কিছুই থাকে খোলসা ইলেকট্রনিক্সে।খোলসা ইলেকট্রনিক্সের KGA 4k টিভি ব্যবহার করা হয়েছে আসন্ন চিনি২’ ছবিটিতে। এই টিভির বৈশিষ্ট্যগুলি তুলে ধরে প্রশংসা করতে দেখা যায় অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকারকে।

Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories