



বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম এক শিশু। বিস্ফোরণে শিশুটির ডান হাত ও শরীরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্হ হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪পরগনার বসিরহাটে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, বছর নয়েকের একটি শিশু পাশের এক বাগানে খেলতে গিয়ে বল ভেবে বোমাটি হাতে তুলতেই সেটি ফেটে যায়।শিশুটিকে প্রথমে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় দেখা মিলছিল বোমার।পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার এতদিন পর বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। বোমাটি কারা কি উদ্দেশ্যে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
