দীর্ঘদিন ধরে অশান্ত মণিপুর।সেখানকার মহিলা নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল সারা দেশ।এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে কোথাও মিছিল বেরিয়েছে তো কোথাও নরেন্দ্র মোদির কুশ পুতুল পোড়ানো হয়েছে। বিজেপি শাসিত মণিপুরের এহেন পরিস্থিতি সরেজমিনে তদন্ত করতে সেখানে যান ইন্ডিয়া’ র বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী। এবার সেই মণিপুর নিয়েই সুর চড়ালেন মদন মিত্র।মণিপুর প্রসঙ্গে বিজেপির ব্যর্থতা নিয়ে কথা উঠলে অমিত শাহ বলেছিলেন এখানে কেন্দ্রীয় সরকার কি করবে? এই প্রসঙ্গ টেনে এনে অমিত শাহ কে নির্লজ্জ, বেহায়া বলে কটাক্ষ করেন।মণিপুরে যা চলছে তা যথেষ্ট লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মদন মিত্র