নির্মাণকাজ চলাকালীন গভীর রাতে ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হল বহু শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের শাহপুরে। পুলিশ সূত্রের খবর, সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে তৃতীয় দফার নির্মাণকাজে যুক্ত ছিলেন কর্মীরা। আচমকাই সেখানে ক্রেন ভেঙে পড়ে কর্মীদের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কিছু শ্রমিকের। জখম হওয়া কর্মীদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনার পর উদ্ধারকার্যে হাত লাগান পুলিশকর্মী ও অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবারকে ৫লক্ষ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেন এবং ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেন।
Report – Anita Das