শহর কলকাতায় রমরমিয়ে চলছে শিশু পাচার চক্র। টাকার বিনিময়ে সদ্যজাতকে বিক্রি করতে পিছুপা হচ্ছে না মা ও। কিছুদিন আগেই টাকার বিনিময়ে সন্তান বিক্রির অভিযোগ উঠেছিল একজন মায়ের বিরুদ্ধে। সেই রেশ কাটতে না কাটতেই আবারও সন্তান বিক্রির অভিযোগ সেই মায়েরই বিরুদ্ধে। ফের কলকাতার বুকে ঘটল অমানবিক ঘটনা। ২১ দিনের সন্তানকে ৪লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিল মা । ঘটনাটি ঘটেছে আনন্দপুরে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে একটি চক্রের মাধ্যমে ঐ মা তার সন্তানকে ৪লাখ টাকায় বিক্রি করেছে বেহালার পর্ণশ্রীর এক নি:সন্তান মহিলাকে।পুলিশ এও জানতে পারে ঐ চক্রের মধ্যে রয়েছে একাধিক মিডলম্যান।ক্রেতা ও বিক্রেতা দুই মহিলা সহ পাচার চক্রের চারজন কে নিয়ে মোট ছয়জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।