দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন মেঘ ও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। বঙ্গোপসাগরের উপর ঘনীভূত নিম্নচাপের জেরেই এত বৃষ্টি। আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল কয়েকদিন ধরেই থাকবে বৃষ্টির দাপট। গতকাল প্রায় প্রতিটি জেলার মানুষই দেখেছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। আজও সকাল থেকেই জারি রয়েছে বৃষ্টির দাপট। তবে এই নিম্নচাপ শক্তি হারিয়ে গভীর থেকে দুর্বল নিম্নচাপে পরিণত হবে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বজ্র-বিদ্যুৎ সহও হতে পারে। উপকূল সংলগ্ন এলাকায় ৪৫-৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। সমুদ্র তীরবর্তী এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। ২রা আগষ্ট পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও ৩রা আগষ্ট পর্যন্ত হিমালয়ের উপহিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমে একই রকম আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
Report – Anita Das