



বহু দিন ধরে জ্বলছে মণিপুর। ঘটছে নারী নিগ্রহের ঘটনা। অশান্ত মণিপুর নিয়ে প্রতিবাদে সরব হয়ে উঠেছে গোটা দেশ। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে একটি দলের যে মণিপুর যাওয়ার কথা চলছে তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের নেতৃত্বে মণিপুরের জ্বলন্ত ভয়ংকর পরিস্থিতি এবং সমস্যা নিয়ে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেখা করেন রাষ্ট্রপতি দ্রোপদী মূর্মুর সাথে। কিছুদিন আগে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে একটি দল মণিপুরের সামগ্রিক পরিস্থিতি পরিদর্শন করতে যায়। সেই দলে ছিলেন JDU দলের লাল্লান সিং,তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব,DMK র কানিমোঝি এবং আরো অন্যান্যরা। সম্মানীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সমস্ত ঘটনা বর্ণনা করে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে নিজে হাতে স্মারক লিপি তুলে দেন রাষ্ট্রপতির হাতে।
