



নিয়োগ দুর্নীতি কান্ডে সিবিআই যেভাবে গ্রেফতার ও তলব করছে তাতে খানিকটা হলেও আশ্বাস পাচ্ছে চাকরিপ্রার্থীরা। বেআইনি নিয়োগ কলুষিত করেছে শিক্ষা দফতরকে। তাই শিক্ষা ব্যবস্হায় কিছু পরিবর্তনের মাধ্যমে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছে বর্তমান সরকার। শিক্ষা কমিটি রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে একটি সুপারিশ পেশ করেছে যাতে রয়েছে একদিকে পাঠ্যক্রমের বদল ঘটবে অন্যদিকে শিক্ষকদের চাকরিস্হানেও ঘটবে বদল। অর্থাৎ চিকিৎসকদের মতোই রাজ্যের স্কুল শিক্ষকদের পাঁচ বছরের জন্য বা সুবিধামতো সময়ের জন্য বাধ্যতামূলক ভাবে গ্রামে পাঠাতে হবে- এটাই কমিটির সুপারিশ। বাংলায় শিক্ষা পরিকাঠামো ঠিক করতে শিক্ষকদের একটা স্কুলেই চাকরি বা বাড়ির কাছাকাছি কোন স্কুলে চাকরির চেষ্টা – এর পরিবর্তন দরকার বলে মত কমিটির সদস্যদের। তাছাড়া কমিটির সুপারিশে এটাও বলা হয়েছে রাজ্যের স্কুল গুলিতে পড়ুয়া শিক্ষকের অনুপাত যথাযথ রয়েছে কি না তাও মূল্যায়ন করা দরকার। এই অনুপাতে জেলা স্তরে ঠিক রাখার জন্যই বাধ্যতামূলক ভাবে শিক্ষকদের গ্রামে পাঠানোর সুপারিশ করেছে শিক্ষা কমিটি। এব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন -সরকার সুপারিশ পেয়েছে এবং এ ব্যাপারে স্কুল শিক্ষা দফতর ও উচ্চ শিক্ষা দফতর আলোচনা করছে।
Anita Das
