যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য।বারবার উঠে আসছে কর্তৃপক্ষের উদাসীনতা। উঠে আসছে রাগিং এর নামে নোংরা মানসিক নির্যাতনের অভিযোগ। একে একে মুখ খুলেছেন হোস্টেলের রাঁধুনী থেকে নিরাপত্তারক্ষী। বিস্ফোরক অভিযোগ এনেছেন হোস্টেল সুপার।জানিয়েছেন ক্যাম্পাসেই বসত নেশার আসর।একজন প্রাক্তনী ভয়ংকর অভিযোগ করলেন ডিন অফ স্টুডেন্ট রজত রায়ের বিরুদ্ধে। সেই প্রাক্তনী জানিয়েছেন কলেজে রাগিং এর নামে তাঁকে বিবস্ত্র করে নাচতে বাধ্য করা হয়েছিল।এই ঘটনা ডিন অফ স্টুডেন্ট রজত রায়কে জানিয়ে কোন লাভ হয়নি বরঞ্চ জুটেছিল চরম অপমান।এমনিতেই ছাত্রমৃত্যুর ঘটনায় ডিন অফ স্টুডেন্ট কে লালবাজারে তলব করা হয়েছিল। ঐ প্রাক্তনীর অভিযোগে ফের একবার কাঠগড়ায় ডিন অফ স্টুডেন্ট। বহু স্টুডেন্ট তাঁর পদত্যাগের দাবি জানাচ্ছে। বুধবার রাতভর ক্যাম্পাসে ঘেরাও থাকার পর সকালের দিকে মুক্ত হয়েছেন তিনি। তবে প্রথম বর্ষের ঐ পড়ুয়ার মর্মান্তিক পরিণতির বহু প্রশ্নের উত্তর এখনও অধরা।
Report – Anita Das