News United India

এবার বাংলা ওয়েব সিরিজে আসছে ‘স্কেচ কমেডি ‘

বিনোদন জগতের অন্যতম ভালোলাগার জায়গা কমেডি। যে কোন কমেডি কাহিনী দীর্ঘদিন ধরে একইভাবে লোক হাসানোর ক্ষমতা রাখে। কৌতুক রস মাখানো ছোট ছোট নাটকের কদর যুগ যুগ ধরে রয়েছে মার্কিন মুলুকে।এবার স্কেচ কমেডির প্রকাশ ঘটতে চলেছে বাংলা ওয়েব সিরিজে। ক্লিক ওটিটি তে আসতে চলেছে “নাটক করিস না তো ” স্কেচ কমেডি। পাঁচ এপিসোডের এই সিরিজের প্রত্যোকটি এপিসোডে থাকবে তিনটি করে স্কেচ কমেডি।

এই সিরিজটি রচনা ও পরিচালনা করছেন সৌমিত দেব। পরিচালক জানিয়েছেন, স্কেচ কমেডি নিয়ে ওনার কাজ করার ইচ্ছে বহুদিনের। তাই ক্লিক থেকে এরকম একটা সুযোগ পেয়ে ভীষণ খুশি। জানিয়েছেন ক্যানড লাফের মতো কিছু সাবেকি কমেডি টুল ব্যবহার করেছেন।এমনকি স্কেচের বিষয় ও আমাদের চারপাশে থেকেই নেওয়া। যদিও বলেছেন এটি পরীক্ষামূলক কাজ তাও আশা রাখছেন দর্শকদের ভালো লাগবে।

দর্শকদের ভালো লাগবে ও মনোরঞ্জনের পরিসর আরোও জনপ্রিয় হবে এমন আশা চ্যানেলের অন্যতম কর্ণধার নীরজ তাঁতিয়া -র ও। তাঁর মতে ক্লিক সবসময়ই কন্টেন্ট আর ফর্ম নিয়ে স্বল্প পরিসরের মধ্যে নানান পরীক্ষা নিরীক্ষা করে থাকে। সেই রকমই একটা প্রচেষ্টা –“নাটক করিস না তো”।

চলতি মাসেই অর্থাৎ আগস্টেই দেখা যাবে থিয়েটারের আঙ্গিকে তৈরি এই সিরিজ টি।সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, আভেরি সিংহ রায়,শ্বাশতী সিনহা, অনুজয় চট্টোপাধ্যায়, সাগ্নিক বসু সহ প্রখ্যাত সব শিল্পীরা।সিরিজের প্রযোজক শান্তনু চট্টোপাধ্যায়। সহকারী লেখক সাগ্নিক বসু ও শিলাদিত্য চ্যাটার্জি। সিরিজের সহকারী পরিচালক সপ্তর্ষি গুহ।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories