



রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নির্দেশে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউ।আর ঠিক তারপরেই রবিবার পদত্যাগ করলেন ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী। যদিও ব্যক্তিগত কারণ দেখিয়েই ইস্তফা দিয়েছেন তবু্ও কেন আচমকা এই সিদ্ধান্ত তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঠিক কিভাবে হয়েছে তা জানতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করে। এই কমিটির দায়িত্বে ছিলেন ডিন অফ সায়েন্স। কাজেই আচমকা ওনার পদত্যাগে তদন্তে কোন জটিলতা তৈরি হবে কিনা,পদত্যাগের পরেও তদন্ত কমিটিতে নেতৃত্ব দেবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ প্রকাশ্যে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের কঙ্কালসার চেহারা। বারংবার উঠে আসছে গাফিলতির অভিযোগ। পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর ঘটনার সময় বাইরে ছিলেন সহ উপাচার্য। ছিলেন না রেজিস্ট্রার ও। দায়িত্ব সামলাচ্ছিলেন ডিন অফ সায়েন্স। এখন হঠাৎই ওনার পদত্যাগে যেন নতুন করে তৈরি হচ্ছে বিতর্ক।
Report – Anita Das
