News United India

মাত্রাতিরিক্ত আশা হয়ে উঠল কাল! লুনা-২৫ কে নিয়ে স্বপ্নভঙ্গ রাশিয়ার

শেষ হয়ে গেল রাশিয়ার লুনা -২৫ এর সফর। লক্ষ্য ছিল ভারতের চন্দ্রযান-৩ এর আগেই স্পর্শ করবে চাঁদের মাটি। তৈরি করবে ইতিহাস। আবিষ্কার করতে পারবে অনাবিষ্কৃত দক্ষিণ মেরুকে।কিন্তু তা আর হল না।তীরে এসে ডুবল তরী। ভেঙে পড়ল রাশিয়ার লুনা -২৫। রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা রোসকসমস(ROSCOSMOS) জানায় গতকাল থেকে খোঁজ মিলছিল না লুনা-২৫ এর। অবশেষে জানা গেল চাঁদের মাটিতেই ভেঙে পড়েছে রাশিয়ান মহাকাশযানটি।আগামীকাল অর্থাৎ সোমবারই এই যানের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ছিল। আর একধাপ এগোলেই ধরে ফেলতো চাঁদ। কিন্তু লক্ষ্য পূরণ আর হল না। ভারতকে টপকে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষাই হয়তো শেষ করে দিল রাশিয়াকে। কমদিনের মধ্যেই চাঁদের কক্ষপথে পৌঁছে দেওয়ার জন্য কোটি কোটি টাকার শক্তিশালী রকেট ব্যবহার করেও লাভের লাভ কিছু হল না।চাঁদের মাটিতেই খান খান হয়ে গেল পুতিনের স্বপ্ন। তবে ঠিক কি কারণে ধ্বংস হয়ে গেল লুনা-২৫ তা এখন ও স্পষ্ট নয়। বর্তমানে
সারা বিশ্বের চোখ ২৩ শে আগষ্টের দিকে যেদিন ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং এর কথা।
অপেক্ষার প্রহর গুনে চলেছে ভারত। চন্দ্রযান ২ ব্যর্থ হলেও চন্দ্রযান-৩ কি নিয়ে আশাবাদী ISRO। মূল মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ল্যান্ডাল। কমেছে গতি। ক্রমশ এগিয়ে চলেছে চাঁদের দিকে।সব ঠিক থাকলে আগামী বুধবার চাঁদ ছোঁয়ার দিন –আর সেদিকেই তাকিয়ে সকলে।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories