



বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের শেষ চারে পৌঁছানোর নজির গড়লেন ১৮ বছরের প্রজ্ঞানন্দ। স্বদেশীয় অর্জুন এরিগাইসির বিরুদ্ধেই এই জয় ছিনিয়েছেন প্রজ্ঞানন্দ।সেমিফাইনালে ছেলের পৌঁছে যাওয়ার আনন্দে, আবেগে চোখের জল ধরে রাখতে পারলেন না মা নাগালক্ষী।
রমেশবাবু প্রজ্ঞানন্দ একজন ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার। তামিলনাড়ুর এই দাবাড়ু মাত্র ১০ বছর বয়সেই হয়েছিলেন আন্তর্জাতিক মাস্টার। ১২ বছর বয়সেই হয়েছিলেন গ্র্যান্ডমাস্টার।মাত্র ১৬ বছর বয়সেই বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগলাস কার্লসেন কে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন । ১৮ বছর বয়সে দ্বিতীয় ভারতীয় হিসেবে সেমিফাইনালে পৌঁছানোর নজির ও গড়ে ফেললেন এই তরুণ দাবাড়ু।
এর আগেও একাধিক বার সাফল্য পেয়েছেন প্রজ্ঞানন্দ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকেও হারিয়েছেন তিনি। এবারের সাফল্যে জানিয়েছেন – লড়াইটা যথেষ্ট কঠিন ছিল। তাই এত সহজে জয় হবে তিনি তা আশা করেননি।
শেষ চারে প্রজ্ঞানন্দের প্রতিপক্ষে থাকবেন আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানা। ২০২৪ এর ফাইনালে প্রজ্ঞানন্দকে দেখার আশায় বুক বাঁধছে ভারতবাসী।
Report – Anita Das
