শুধুমাত্র জিম্বাবোয়ে নয়, বিশ্ব ক্রিকেটের জন্য অত্যন্ত দু:খের খবর।মাত্র ৪৯ বছর বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জিম্বাবোয়ে ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ আর তাই দীর্ঘদিন ধরে চলছিল তার বিরুদ্ধে লড়াই। অবশেষে হার মেনে চিরবিদায় নিলেন ক্রিকেট জগতের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। বোলিং এর পাশাপাশি একজন ভালো ব্যাটার ও ছিলেন এই তারকা।৬৫টি টেস্ট খেলে ১৯৯০ রান ও ১৮৯ টি একদিনের ম্যাচ খেলে ২৯৪৩ রান রয়েছে তাঁর ঝুলিতে। টেস্টে ১০০ টিরও বেশি উইকেটের পাশাপাশি ওয়ানডেতে ২০০ টিরও বেশি উইকেট তাঁর দখলে। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। অবসরের পর জিম্বাবোয়ে জাতীয় দল,স্কটল্যান্ড ও বাংলাদেশের জাতীয় দলের কোচ ছিলেন তিনি। এছাড়া আইপিএলের দায়িত্ব ও সামলেছেন তিনি। তবে ম্যাচ গড়াপেটার সাথে যুক্ত থাকার অভিযোগে আইসিসি ৮ বছরের জন্য নির্বাসন দিয়েছিল স্ট্রিককে।পরে ক্ষমা চেয়েছিলেন তিনি।জানিয়েছিলেন এই রকম দুর্নীতিতে তিনি কখনো যুক্ত ছিলেন না।
হিথ স্ট্রিকের মৃত্যুতে শুধু জিম্বাবোয়ে ক্রিকেট মহলেই নয়,বিশ্ব ক্রিকেট মহলেই নেমে এসেছে শোকের ছায়া। একসময়ের সতীর্থরা ও জিম্বাবোয়ের বর্তমান ক্রিকেটাররা টুইট করে প্রয়াত ক্রিকেটারকে শ্রদ্ধা জানিয়েছেন ও তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
Report – Anita Das