অপেক্ষা আর মাত্র কিছু ঘন্টার। উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। ইতিহাস তৈরির পথে ভারত। গুটি গুটি পায়ে চাঁদমামার প্রায় কাছেই এসে গেছে চন্দ্রযান-৩। খুব অঘটন না ঘটলে আজ সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। ইসরোর তরফে চন্দ্রযানের গতিবিধির যাবতীয় আপডেট দেওয়া হচ্ছে। ইসরোর তরফে আজই একটি টুইটে জানানো হয়েছে যে চন্দ্রযানের যাত্রাপথ খুবই উপভোগ্য এবং আজ সন্ধ্যা সাতটা নাগাদ চাঁদের কক্ষপথে প্রবেশ করতে চলেছে । ইসরোর প্রধান এস. সোমনাথ এই মিশনের সাফল্যে যথেষ্ট আশাবাদী। জানিয়েছেন আগের মিশনের তথ্যগুলি ভালো করে অধ্যয়ন করে সেই অনুযায়ী পরিবর্তন আনা হয়েছে একাধিক জায়গায়। অবতরণ নিশ্চিত করতে একটি ব্যর্থতাভিত্তিক নকশা তৈরি করে কি কি কারণে মিশণ ব্যর্থ হতে পারে সেই দিকগুলি পর্যালোচনা করে মিশনের নকশা প্রস্তুত করা হয়েছে। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে সিভান বলেন –সবাই অধীর আগ্রহে এই সাফল্যেরই অপেক্ষা করছে।বিক্রম ল্যান্ডারের নতুন একটি ভিডিও প্রকাশ করেছে ইসরো। চন্দ্রযান-৩এর এই মিশনের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব।
Report – Anita Das