News United India

চাঁদে গিয়েছিলেন রাকেশ রোশন…মমতা বন্দ্যেপাধ্যায়ের বক্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া

বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও চাঁদের মাটি স্পর্শ করেনি ল্যান্ডার বিক্রম। সেখানেই চন্দ্রযান-৩ র সাফল্য কামনা করে বিজ্ঞানীদের অগ্রিম অভিনন্দনও জানান মুখ্যমন্ত্রী। বক্তব্যে মাঝেই করে ফেলেন ভুল আর সেটা নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া।

মুখ্যমন্ত্রী বলেন ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। এখন মানুষ যায়নি,যন্ত্র গিয়েছে। তিনি আরও বলেন রাকেশ রোশন যখন চাঁদে পৌঁছেছিলেন তখন ইন্দিরা গান্ধী তাঁকে প্রশ্ন করেছিলেন মহাকাশ থেকে ভারতকে কেমন লাগছে? উত্তরে রাকেশ রোশন বলেছিলেন -সারে জাঁহা সে আচ্ছা। এই মন্তব্যে প্রথমে সকলে ভ্যাবাচ্যাকা খেলেও পরে বুঝতে পারে রাকেশ শর্মার সাথে উনি গুলিয়ে ফেলেছেন। এই নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। তোলপাড় সোশ্যাল মিডিয়া।চলছে হাসাহাসি। ছড়াচ্ছে মিম। জোর গুঞ্জন, অভিনেতা, পরিচালক থেকে রাকেশ রোশন কবে মহাকাশচারী হয়ে গেলেন!!…।

এই ভুলের কারণে সমালোচনার মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে ‘অশিক্ষিত’ বলে আক্রমণ করেছেন। এটা বলেই ক্ষান্ত থাকেননি শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন,– মমতা জানে না কোনটা মহাকাশ, কোনটা চন্দ্রমা আর কোনটা শুক্র।

বিজেপি নেতা সুকান্ত মজুমদার দাবি করেন,মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন তা তিনি বুঝতে পারেননি। এর ব্যাখ্যা তাঁর কাছ থেকেই চান বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories