নিয়োগ দুর্নীতি মামলায় ফের সাঁড়াশি অভিযান চালু করেছে সিবিআই। এবার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা।আর সেই মামলায় সিবিআইয়ের তলব দমকল মন্ত্রী সুজিত বসুকে। ৩১ শে আগস্ট নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ।
সূত্রের খবর, ২০১৬ থেকে পুরসভার নিয়োগ একাধিক দুর্নীতির খবর আসে সিবিআই এর হাতে।সেই সময়কার দক্ষিণ পুরসভার উপ পুরপ্রধান ছিলেন সুজিত বসু। তাই এই বিষয়ে তাঁকে প্রশ্ন করতে পারে সিবিআই। জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতিতে একাধিক পৌরসভায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। বাজেয়াপ্ত করা বেশ কিছু নথি ঘেঁটে কিছু তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই সূত্র ধরেই দমকল মন্ত্রীকে তলব বলে সিবিআই সূত্রে খবর।
মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে অয়ন শীল। সেখান থেকেই সন্ধান পাওয়া যায় পুরসভা নিয়োগ দুর্নীতির। হাতে পাওয়া বিভিন্ন তথ্যের সূত্র ধরেই তলব করা হয়েছে সুজিত বসুকে।যদিও সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি হাতে কোন চিঠি বা কিছু পাননি।টিভির মাধ্যমে বিষয়টি জেনেছেন। তবে সিবিআই তলব করলে তাঁদের মুখোমুখি হয়ে সমস্ত প্রশ্নের জবাব দিতে প্রস্তুত – জানিয়েছেন সুজিত বসু।
Report – Anita Das