



ট্রেলারেই ছিল বড় চমক।বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ড্রিম গার্ল-২। স্ক্রিনে অনন্যা-আয়ুষ্মানের অনবদ্য রসায়ন প্রশংসার দাবি রাখে।এটি মূলত মন ভালো করার মতো একটা রোমান্টিক কমেডি সিনেমা।
শুক্রবার কলকাতায় নামী শপিং মল- পিভিআর,মানি স্কোয়ার মলে আয়োজিত হল ড্রিম গার্ল-২ এর গ্র্যান্ড স্ক্রিনিং। এই ছবিতে অনন্যা,আয়ুষ্মানের পাশাপাশি অভিনয় করেছেন বিজয় রাজ,মনোজ সিং,মনোজ জোশী,অনু কাপুর,রাজপাল যাদব,পরেশ রাওয়াল সহ আরও অনেকে।
ছবির পরিচালকের মতে হাস্যরসের মধ্যেও দাঙ্গার গল্প নিয়ে তৈরি এই ছবিটি বিরাট সংখ্যক দর্শকের মন জয় করে নেবে। ছবির সহ প্রযোজক বিমল লাহোতি জানান–এর হাস্যকর কমেডি,দর্শনীয় ভিজ্যুয়াল ও সার্বজনীন আবেদন সহ ছবিটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করবে।
মুক্তির আগেই মোটা টাকার টিকিট বিক্রি হয়েছে এই ছবির।কাজেই ছবি থেকে একটা বড় অঙ্কের আয়ের সম্ভাবনাও ভীষণ ভাবে রয়েছে। তবে এই ছবি নিয়ে দেখা দিচ্ছে বড় প্রশ্ন… কয়েক সপ্তাহ ধরে রমরমিয়ে চলতে থাকা ‘গদর-২’ এর পথে বাধা হয়ে দাঁড়াতে চলেছে কি ‘ড্রিম গার্ল-২ ‘? শুক্রবারের বক্স অফিসের রিপোর্ট দেখে প্রশ্ন জাগছে অনুরাগীদের মধ্যে। কারণ ড্রিম গার্ল-২ যে আয় দিয়ে খাতা খুলেছে তা নেহাতই মন্দ নয়।
চূড়ান্ত কমেডি ও তারকা খচিত কাস্টের সমন্বয়ে তৈরি এই ছবিতে আয়ুষ্মান -অনন্যার রসায়নের ম্যাজিকে বুঁদ হয়ে গেছে দর্শক।
Report – Anita Das
