ইতিহাস তৈরি করে সফল ভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান -৩। ল্যান্ডার বিক্রমের ভিতর থেকে সাফল্যের সঙ্গে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞানও। প্রজ্ঞানের বেরিয়ে আসার ছবিও প্রকাশ্যে এনেছে ইসরো।গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে প্রজ্ঞান। চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে প্রজ্ঞান আর সেই তথ্য পৃথিবীতে পাঠাবে বিক্রম। প্রজ্ঞানের চাকায় খোদাই করা হয়েছিল অশোক স্তম্ভ ও ইসরোর লোগো। চন্দ্রপৃষ্ঠে এই দুটি প্রজ্ঞানের কালজয়ী কৃতিত্ব। এখনো পর্যন্ত ইসরো থেকে পাওয়া আপডেট চাঁদে ৮মিটার দূরত্ব অতিক্রম করেছে রোভার প্রজ্ঞান। ইতিমধ্যেই এবড়ো খেবড়ো চাঁদের দক্ষিণ মেরুর ভিডিও তুলে চলেছে ল্যান্ডার বিক্রম। আর সেই সব ভিডিও প্রকাশ্যে আনছে ইসরো।চন্দ্রযান-৩ কতটা সফলতার সঙ্গে কাজ করছে,প্রজ্ঞান কতটা এগোচ্ছে সেই সব নিয়ে সাধারণ মানুষের কৌতূহল মেটাতে সমস্ত ছবি, ভিডিও প্রকাশ করা হচ্ছে ইসরোর তরফে।
Report – Anita Das