



দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠলেও বিশ্বচ্যাম্পিয়নের খেতাব জয় করে ইতিহাস গড়া হল না দাবাড়ু প্রজ্ঞানন্দের। বিশ্বচ্যাম্পিয়ন হলেন না ঠিকই তবে এই ফাইনালে ওঠার সুবাদে গড়লেন একাধিক নজির।
ফাইনালে উঠে কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে ফাইনালে ওঠার নজির গড়েছেন। শুধু তাই নয়, ফিডের বিশ্ব ক্রমতালিকায় উঠে এলেন ২০তম স্থানে। রেটিং পয়েন্টেও এগিয়ে গেলেন অনেকটা। বর্তমানে প্রজ্ঞানন্দ দেশের তিন নম্বর দাবাড়ু।
বিশ্বকাপের ফাইনালে জিততে না পারলেও ২০২৪ সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞানন্দ। কানাডায় হবে এই টুর্নামেন্ট। কিংবদন্তি ববি ফিশার ও ম্যাগনাস কার্লসেনের পর তৃতীয় কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করলেন ১৮ বছর বয়সি গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ।
Report – Anita Das
