News United India

দুই বাংলায় বিখ্যাত… বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

‘আমার যাওয়ার সময় হল দাও বিদায়’… এই গানের খেই ধরে বলতেই হয় ওনার যাওয়ার সময় যখন উপস্থিত হয়েছিল তখন বিদায় না দিয়ে আর উপায় ছিল না। ১৯৭৬ এর ২৯ শে আগস্ট চিরবিদায় নেন কাজী নজরুল ইসলাম। এবছর ওনার ৪৭ তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্য জগতের গৌরবময় ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র কবি ও সঙ্গীতকার কাজী নজরুল ইসলাম।

জন্ম এপার বাংলায় হলেও মৃত্যু ওপার বাংলায়। বর্ধমানের চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন ঠিকই কিন্তু জীবনের শেষ সময় কাটে বাংলাদেশে। বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্রোহী কবি ও আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত। অগ্নিবীণা, ভাঙার গান, বিষের বাঁশি, চক্রবাক.. উল্লেখযোগ্য রচনা। গীতিকার, সুরকার হিসেবে ও ওনার নাম কিছু কম নয়। ওনার গানগুলি নজরুলগীতি নামে পরিচিত। অঞ্জলি লহ মোর সঙ্গীতে, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, দূর দীপবাসিনী, বুলবুল নীরব নার্গিস বনে, নয়ন ভরা জল গো তোমার, শাওন রাতে যদি … বিখ্যাত সব গান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যাঁর গান ও কবিতা যুগে যুগে বাঙালির জীবন সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামে প্রেরণার উৎস হয়ে কাজ করেছে তাঁর প্রয়াণ বার্ষিকীতে তাঁকে জানাই প্রণাম।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories