News United India

ঐক্যতার ও স্নেহের বন্ধন দৃঢ় করার রাখি বন্ধন উৎসব

রাখি বন্ধন উৎসব ভারতের একটি প্রচলিত পবিত্র উৎসব। দাদা বা ভাইয়ের হাতে দিদি বা বোনেরা পবিত্র সুতো বেঁধে পালন করে থাকে এই উৎসব।

ঐতিহাসিক কাহিনী থেকে জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ১৯০৫ সালে প্রথম রাখি বন্ধন উৎসব পালিত হয়। বঙ্গভঙ্গ রোধ করার জন্য একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

ভাই -বোনের ভালোবাসা ও স্নেহের বন্ধনকে দৃঢ় করার পাশাপাশি সমগ্র মানব জাতিকে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করে এই পবিত্র রাখি বন্ধন উৎসব।
” বাঙালির প্রাণ, বাঙালির মন
বাঙালির ঘরে যত ভাই -বোন
এক হউক এক হউক
এক হউক হে ভগবান”
— রবীন্দ্রনাথ ঠাকুর

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories