



অবশেষে জামিন হল যাদবপুর কান্ডে তিন অভিযুক্তের। এদের মধ্যে মুক্তি মিলেছে একজনের। জয়দীপ ঘোষ মুক্তি পেলেও মুক্তি পেল না দীপশেখর দত্ত ও মনতোষ ঘোষ। পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এই তিনজনকে। জয়দীপের নাম শুধুমাত্র পুলিশকে বাধা দেওয়ার মামলায় থাকলেও দীপশেখর ও মনতোষের বিরুদ্ধে রাগিং এর অভিযোগ ও আছে। তাই একটি মামলায় জামিন পেলেও আপাতত পুলিশ হেফাজতেই থাকতে হবে এই দুজনকে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেল থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর। সেই মৃত্যুর তদন্তে নেমে বর্তমান ও প্রাক্তনী মিলিয়ে একাধিক পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পরই যাদবপুরে সিসিটিভি বসানোর দাবি জোরালো হয়। নড়েচড়ে বসে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Report – Anita Das
