News United India

লোডশেডিং সমস্যা নিয়ে ধর্নায় বসার হুমকি শুভেন্দু অধিকারীর

একদিকে প্রচন্ড গরম অন্যদিকে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এই দুইয়ের কারণেই বিপর্যস্ত জনজীবন। ঘোরতর বিদ্যুৎ সঙ্কটে ভুগছে রাজ্য। আর তার জেরেই প্রায়শই ঘটছে লোডশেডিং এর ঘটনা। বিদ্যুৎ বিপর্যয়ে সাধারণ মানুষের এই চরম ভোগান্তির জন্য রাজ্য সরকারকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি পোস্টে লিখেছেন –পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্র গুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না।তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। ভাদ্রমাসের অসহনীয় গরমে আবালবৃদ্ধবনিতা সকলেরই ঘর্মাক্ত হাঁসফাঁস অবস্থার কথাও তুলে ধরেছেন। শুধু তাই নয় আগামী দুদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বিদ্যুৎ বন্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারী ও দিয়েছেন তিনি।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories