



শনিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। কলকাতায় বৃষ্টিতে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম কৌশিক কর(২৪)। বিবিএ -এর ছাত্র কৌশিক রিজেন্ট পার্কের পশ্চিম আনন্দাপল্লির বাসিন্দা।
জানা যাচ্ছে, জিম সেরে বাড়িতে ফিরে গরমের কারণে ছাদে উঠে কৌশিক।সেই সময় বৃষ্টি পড়ছিল।হঠাৎ বাজ পড়ে। বজ্রপাতে ঝলসে যায় ঐ যুবক।সাথে সাথেই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
Report – Anita Das
