তেন্ডুলকর,ধোনির পর এবার গাঙ্গুলির পালা। বড়পর্দায় বায়োপিকের রমরমা। সৌরভ গাঙ্গুলির বায়োপিকের খবর বাসি হলেও টাটকা খবর এটাই যে জানা গেল চরিত্রাভিনেতার নাম। সৌরভের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে তাই নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল অভিনেতার নাম।বেশ কিছু অভিনেতার নাম এ প্রসঙ্গে উঠে এলেও শেষ পর্যন্ত ঠিক হয়েছে পর্দায় সৌরভ গাঙ্গুলির চরিত্র ফুটিয়ে তুলবেন আয়ুষ্মান খুরানা।
জানা যাচ্ছে, চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ। তবে এই চিত্রনাট্য নিয়ে যথেষ্ট সাবধানী ছিলেন সৌরভ গাঙ্গুলি। ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন অভিনেতা রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। সম্ভবত চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে শুরু হবে শ্যুটিং।
আয়ুষ্মান যে শুধুমাত্র ভালো ক্রিকেট খেলতে পারে এমনটা নয়, সৌরভ গাঙ্গুলির মতোই এই অভিনেতা ও বা-হাঁতি। কাজেই এটা অভিনেতার জন্য বাড়তি সুবিধা। সূত্রের খবর, সৌরভের মতো হয়ে উঠতে অভিনেতার প্রয়োজন প্রশিক্ষণের। আর তাই আগামী মাস থেকেই শুরু হবে অভিনেতার কঠোর প্রশিক্ষণ।
সদ্য মুক্তি পেয়েছে আয়ুষ্মানের নতুন ছবি ড্রিম গার্ল-২। বক্স অফিসে এখন ও পর্যন্ত মোটের উপর ব্যবসা করেছে এই ছবি। এখন পর্দায় প্রিন্স অফ ক্যালকাটা র চরিত্রে ঠিক কতটা জমাতে পারেন অভিনেতা আয়ুষ্মান খুরানা তার অপেক্ষাতেই অনুরাগীরা।
Report – Anita Das