যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবার এক স্কুল ছাত্রের রহস্য মৃত্যু। স্কুলের পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের।ঘটনাটি ঘটেছে কসবার সিলভার পয়েন্ট হাইস্কুলে। দশম শ্রেণির ঐ পড়ুয়ার মৃত্যু শিক্ষাব্যবস্থাকে যেন আবার প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল।
জানা যাচ্ছে, প্রোজেক্ট জমা দিতে না পারায় স্কুলের তরফে মানসিক চাপ দেওয়া হয়েছিল।আর তার জেরেই ছাত্রটি বহুতল থেকে ঝাঁপ দেয় বলে খবর। পরিবারের অভিযোগ, স্কুল থেকে প্রথমে তাদের জানানো হয়েছিল যে তাদের ছেলে শেখ শান স্কুলের সিঁড়ি থেকে পড়ে গেছে। ভর্তি করানো হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে গিয়ে পরিবারের লোক জানতে পারে শেখ শান মারা গেছে। ছাত্রের বাবার দাবি, পাঁচ তলা থেকে পড়ে গেলে হাড় ভেঙে যাওয়ার কথা।অথচ শেখের শরীরের কোনো হাড় ভাঙেনি। দানা বাঁধছে রহস্য। ঐ পড়ুয়ার বাবার অভিযোগ স্কুলে তাদের ছেলেকে বেধড়ক মারধর করা হয়েছে। পরিবারের তরফে স্কুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখছে স্কুলের সিসিটিভি। ঠিক কি কারণে মৃত্যু… এটি আত্মহত্যা নাকি রয়েছে অন্য কোন কারণ তাই খতিয়ে দেখছে পুলিশ।
Report – Anita Das