



ফাইনালকে ঘিরে উন্মাদনার অন্ত ছিল না।বিশেষ করে কলম্বোয় খেলা হওয়ায় আর ফাইনালে শ্রীলঙ্কা থাকায় শ্রীলঙ্কার ছবিটাই ছিল অন্য। কিন্তু সেখানকার উত্তাপে যেন জল ঢেলে দিল ভারত। কলম্বোয় রবিবাসরীয় ফাইনালে ম্যাচ জিতে নিল রোহিতের দল। ফাইনালে দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রায় কোমর ভেঙে দেন মহম্মদ সিরাজ। সিরাজ ও বুমরার বোলিং এশিয়া কাপ জয়ের আশা দেখিয়েছে ভারতকে।
টস জিতলেও ম্যাচ জেতা হয়নি শ্রীলঙ্কার। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ভালো রানের আশা নিয়ে ক্রিজে নামলেও ভারতের আগুনে বোলিংয়ের কাছে হার মানতে হল শ্রীলঙ্কাকে। মাত্র ৫০ রানে অল উইকেট ডাউন হয়ে যায় ১৫.২ বলে। এই রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৬.১ বলে ৫১ রান তুলে নেয়। খানিকটা যেন হাসতে হাসতে এশিয়া কাপ ফাইনালে জয়ের স্বাদ পেল ভারত।
Report – Anita Das
