সাধারণত প্রতিটি শুভ সূচনা ও প্রতিটি শুভ কাজ ভগবান গণেশের পুজো দিয়ে শুরু হয়। গণেশ চতুর্থীকে গণেশ পুজোর শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়। ভারতীয়দের কাছে চন্দ্রযান-৩ একটি ঐতিহাসিক অর্জন। এবছর ভিআইপি রোড বাগুইআটির এক্সিকিউটিভ প্যালেস কমপ্লেক্সের সোসাইটির সদস্যরা ইসরো দলকে উৎসর্গ করে চন্দ্রযান-৩ এর থিমের মাধ্যমে গণেশ পুজোর উৎযাপন করেছে। গণেশ উৎসব সারা দেশে ধুমধামের সঙ্গে উৎযাপিত হয়। সাধারণ ভাবে মানুষের বিশ্বাস ভগবান গণেশ সব বাধা বিপত্তি দূর করেন ও একটি সুখী পরিবেশ তৈরি করেন।
এই পুজো উপলক্ষে বাগুইআটির এক্সিকিউটিভ প্যালেসের সেক্রেটারি জানিয়েছেন, এবছর এই উৎসব ছয়দিন ধরে করার মনস্থির করেছেন। জানিয়েছেন বিসর্জনের আগে একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে যেখানে সমগ্র বাসিন্দারা অংশগ্রহন করবেন।শুধু তাই নয়, এই উপলক্ষে ২০০০ মানুষকে ভোগ বিতরণ করা হবে বলেও জানিয়েছেন। সারা দেশে উৎসাহের সঙ্গে উদযাপিত হয় গণেশ চতুর্থী। বাগুইআটির এক্সিকিউটিভ প্যালেসেও তার ব্যতিক্রম হচ্ছে না।
Report – Anita Das