যত দিন যাচ্ছে আশা ততই ক্ষীণ হতে থাকছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চন্দ্রযান-৩ র ফের জেগে ওঠার আশা কমছে। বারবার চেষ্টা করা সত্বেও কিছুতেই ঘুম ভাঙছে না রোভার প্রজ্ঞান ও ল্যান্ডার বিক্রমের। সেপ্টেম্বরের শুরুরদিকে স্লিপ মোডে রাখা হয়েছিল ল্যান্ডার ও রোভারকে। ২৩ শে সেপ্টেম্বর স্লিপ মোড থেকে তাদের আবার জেগে ওঠার কথা। বিক্রম ও প্রজ্ঞান জেগে উঠলে তবেই তারা ইসরোর অভিযানকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যেতে পারবে। আর সেটা হলে ভারতের জন্য একটা নতুন মাইল ফলকও তৈরি হবে। কিন্তু ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে যে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান জাগ্রত অবস্থায় আছে কিনা তা নিশ্চিত হতে বারবার যোগাযোগ স্থাপনের চেষ্টা চালানো হয়েছে। ভবিষ্যতে ও তা চালিয়ে যাওয়া হবে। কিন্তু আদৌও কি জেগে উঠবে বিক্রম ও প্রজ্ঞান…তা নিয়ে দেখা দিচ্ছে বড় প্রশ্নচিহ্ন।
Report – Anita Das