



চলতি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এ বারের বিশ্বকাপে যেন পুরোনো চেনা ছন্দে পাওয়া যায়নি ইংল্যান্ডকে। চারটি ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয় লাভ করেছে ইংল্যান্ড। একই অবস্থায় দাঁড়িয়ে আছে শ্রীলঙ্কা ও। চারটি ম্যাচ খেলে তিনটি ম্যাচেই পরাজয় শ্রীলঙ্কার। তবে পয়েন্টের দিক থেকে একটু এগিয়ে ইংল্যান্ড। ২৬ শে অক্টোবর অর্থাৎ আজ বেঙ্গালুরুতে মুখোমুখি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
সেমি ফাইনালে ওঠার লক্ষ্যপূরণ করতে বাকি পা়ঁচটি ম্যাচে মরণ বাঁচন লড়াই ইংল্যান্ডের। লড়াইয়ের প্রথম ধাপেই শ্রীলঙ্কার মুখোমুখি। দুরাবস্থা কাটিয়ে শেষ চারে ওঠার লড়াইয়ে কে জিতবে সেটাই দেখার। যে দল হারবে তারই সেমিফাইনালে ওঠার পথ আরও কঠিন হয়ে যাবে। লঙ্কা শিবিরে চোটের সমস্যা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ঠিকই তবুও ইংল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে মরিয়া শ্রীলঙ্কা।
Report – Anita Das
