



দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া র সেমিফাইনাল ম্যাচ। টানটান উত্তেজনা। যে দল জিতবে তার সাথেই ফাইনালে দেখা হবে ভারতের। ফাইনালে ওঠার মরণ বাঁচন লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা সমস্ত উইকেট হারিয়ে ২১২ রান করে। ২১৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া ৭টি উইকেট হারিয়ে ২১৫ রান তোলে ৪৭.২ ওভারে। এই সেমিফাইনাল ম্যাচের ফলাফল ২০০৩ এর বিশ্বকাপ ফাইনালকে মনে করিয়ে দিচ্ছে আপামর ভারতবাসীকে। ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া।
প্রথম থেকে ছন্দে থাকলেও শেষ পর্যন্ত ফাইনাল খেলা হল না দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে বিশ্বকাপ শুরুর প্রথম দুটি ম্যাচে পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়া। যে দুই দলের সাথে লড়াইয়ে হার স্বীকার করেছিল অস্ট্রেলিয়া সেই দুই দল হল ভারত আর দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের মুখ দেখেছিল অস্ট্রেলিয়া। সেই থেকে শুরু। তারপর একের পর এক জয়লাভ। এমনকি সেমিফাইনালে ও ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে ও হারিয়ে ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। আগামী রবিবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে ২০০৩ এর পুনরাবৃত্তি ঘটবে না কি বিশ্বকাপ শুরুর থেকেই ফর্মে থাকা ভারত, অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ছিনিয়ে নেবে সেটাই দেখার বিষয়।
