একটা একটা প্রহর অপেক্ষা করেছে সারা ভারতবাসী, কখন সেই মুহূর্ত আসবে। অবশেষে অপেক্ষার অবসান। ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল খেলা শুরু। টসে জিতে ও বল করার সিদ্ধান্ত কামিন্সের। প্রথমে ব্যাট ধরে একটা ভালো রানের অপেক্ষায় প্রত্যকেই।তবে শুরুতেই ঝটকা ভারতের। ৪ রানে আউট হন শুভমন গিল। তারপর বিরাট কোহলি নামেন ক্রিজে। রোহিত ও বিরাটের জুটি বেশ কিছুটা রান তুললেও ফের ঝটকা। এবার আউট হলেন রোহিত শর্মা (৪৭)। অল্প সময়ের জন্য ক্রিজে নামেন শ্রেয়স আয়ার(৪).। একের পর এক উইকেট হারাচ্ছে ভারত। এখনও পর্যন্ত ভারত –৮১ রান ৩ উইকেট।