



অবশেষে মঙ্গলবার শেষ হল উত্তর কাশীর সিল্কিয়ারা টানেলের খননের কাজ । এখানেই গত ১৭ দিন ধরে আটকে রয়েছে ৪১ জন শ্রমিক । অপেক্ষার অবসান ঘটিয়ে সুড়ঙ্গ থেকে বাইরে বের করে আনা হবে আটকে থাকা শ্রমিকদের।
গত ১২ই নভেম্বর দীপাবলির দিন সিল্কিয়ারা টানেলে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করে সেখানে ভূমিধস শুরু হয়। সেই পরিস্থিতিতে অনেক শ্রমিক বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও আটকে পড়েন ৪১ জন শ্রমিক ।
তবে অপেক্ষার দিন হয়তো শেষ হতে চলেছে । অবশেষে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে পারবেন শ্রমিকরা। সুড়ঙ্গে ম্যানুয়েল ড্রিলিং এর কাজ ও প্রায় শেষ। সুড়ঙ্গের ভিতর ঢুকতে পারছে অ্যাম্বুলেন্স। জানা যাচ্ছে, সুড়ঙ্গের বাইরেও রয়েছে যাবতীয় আয়োজন। তৈরি করা হয়েছে গ্রিন করিডোরও। আটকে থাকা শ্রমিক ও তাদের পরিবারদের মুখে হাসি ফোটাতে চলেছে উদ্ধারকারীরা। উদ্ধারকারীরা নিজেরাও ফেলছে স্বস্তির নিঃশ্বাস।
Report – Anita Das
