১ লা নভেম্বর থেকে বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স। সেই সময় পুলিশের তরফে জানানো হয়েছিল একটি করে ফ্ল্যাঙ্ক বন্ধ রেখে দুপাশে মেরামতের কাজ চলবে। সেই মোতাবেক আজ থেকে হুগলি সেতুতে শুরু হচ্ছে যান নিয়ন্ত্রণ । রাত ১০ টার পর থেকে হাওড়াগামী দুটি লেন বন্ধ করে দেওয়া হবে। ছোটগাড়ী, বাইক, যাত্রীবাহী পরিবহণ সেতুর উপর চললেও সমস্ত পণ্যবাহী ও ভারী যান চলাচলের জন্য বিকল্প রুটের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। তবে এই যান নিয়ন্ত্রণ কতদিন চলবে তা স্পষ্ট করেনি লালবাজার। কাজেই যানজট নিয়ে যথেষ্ট আশঙ্কা তৈরি হচ্ছে যাত্রীদের মধ্যে।