



বিশ্বব্যাপী ঐতিহ্য সংর
ক্ষণের অন্যতম মাইলফলক “নারায়ণী নমস্তুতে গ্লোবাল দুর্গাপূজা এক্সিলেন্স অ্যাওয়ার্ড”
২রা ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল “নারায়ণী নমস্তুতে গ্লোবাল দুর্গাপূজা এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩” এর গ্র্যান্ড ফিনালে। এটি অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লির “প্রেস ক্লাব অফ ইন্ডিয়া ” তে। দর্শনীয় ও স্মরণীয় এই অনুষ্ঠানে সারা বিশ্বের সেরা দুর্গাপুজোর প্যান্ডেল গুলিকে একত্রিত করা হয়েছিল। এর মাধ্যমে সৃজনশীলতার ও সাম্প্রদায়িক চেতনার প্রতি উপযুক্ত শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। বিজয়ীদের নির্বাচন করার মতো কঠিন কাজটি বিচারকদের দ্বারা সম্পন্ন হয়। বিচারকের আসনে ছিলেন শিল্প,সংস্কৃতি ও সম্প্রদায়ের উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। মঞ্চে দাঁড়িয়ে প্রতিটি প্যান্ডেলে প্রদর্শিত সৃজনশীলতা ও কারুকার্য দেখে প্রভাবিত ও অনুপ্রাণিত হওয়ার বিশদ বিবরণ দেন জুরি সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমাল দত্ত, আশুতোষ ত্রিপাঠী, অনুজ চক্রবর্তী, অরিন্দম রায় সহ আয়োজক কমিটির বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। জুরিদের পর্যালোচনা এবং অভিনন্দন শুধুমাত্র বিজয়ীদের সম্মানিতই করেনি, আগামী বছরগুলিতে সৃজনশীলতা ও উদ্ভাবনীর জন্য অংশগ্রহণকারীদের আরো ভালো করার জন্য অনুপ্রাণিত করেছে।
