হঠাৎ অসুস্থ হয়ে আইসিইউ তে ভর্তি অভিনেত্রী তনুজা
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি টলি -বলি অভিনেত্রী তনুজা মুখার্জি। পিতৃসূত্রে তনুজা সমর্থ। বিবাহসূত্রে তিনি তনুজা মুখার্জি। তবে আপামর দর্শকের কাছে পরিচিতি তনুজা নামেই। আচমকা অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এই অভিনেত্রী। মুম্বাইয়ের জহুরে একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী।
সূত্রের খবর, বার্ধক্যজনিত সমস্যা নিয়ে রবিবার রাতের দিকে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। বসানো হয়েছে মেডিক্যাল বোর্ড। চিকিৎসায় সাড়া ও দিচ্ছেন অভিনেত্রী। বর্তমানে অবস্থা অনেকটা স্থিতিশীল। হাসপাতালে পৌঁছে গেছেন মেয়ে তানিশা, কাজল সহ পরিবারের সকলে। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।