উদীয়মান চিত্রশিল্পী বিক্রম মুখার্জি
কথায় আছে অভিশাপ ও মাঝে মাঝে আশীর্বাদ হয়ে উঠে। আর তার উজ্জ্বল দৃষ্টান্ত বিক্রম মুখার্জি। আর পা়ঁচটা মানুষের মতো চাকরি করেই জীবন কাটাচ্ছিলেন। কিন্তু গোটা মানবজাতীর জন্য বয়ে আনা অভিশাপই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।
করোনা ভাইরাস একটা সময় মহামারীর রুপ ধারন করেছিল। ঘরবন্দী হয়ে গিয়েছিল মানুষ। ঠিক সেই সময় নিজেকে অন্যভাবে আবিস্কার করেছিলেন বিক্রম মুখার্জি। শখে আঁকিবুঁকি করতেন। মহামারীর সময় ইচ্ছে পূরণ করতে আঁকার উপর জোর দিয়েছিলেন। চিত্রশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন। আর আজ একজন শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিশ্বব্যাপী বহু ড্রয়িংরুমের দেওয়ালে ওনার পেইন্টিং জায়গা দখল করে নিতে পারায় অভিভূত উদীয়মান শিল্পী বিক্রম মুখার্জি।